বিবিএ ও এমবিএ এর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোম্পানীর এ্যানুয়াল রিপোর্ট কালেকশান
এ্যানুয়াল রিপোর্ট কি কাজে লাগে? এমন প্রশ্ন অনেকের মধ্যেই জাগতে পারে। অনেকের বাসায় তো এ্যানুয়াল রিপোর্ট রাখার জায়গা নেই। কারন তারা শেয়ারের বিজনেস করেন। ফ্রী ফ্রী পেয়ে যান। কোন কোম্পানী যখন বাজারে শেয়ার ছাড়ে তখন তাদের কোন অধিকার নেই কোম্পানীর তথ্য গোপন রাখার। কারন তাদের কোম্পানীর মালিক শেয়ারহোল্ডারগণও হয়ে থাকেন। তাই তারা প্রতি বছর কোম্পানীর হিসাবের বিবরণ সহ রিপোর্ট দিয়ে থাকে সকল শেয়ারহোল্ডারদের।
ক্লাসে আমাদের ফিন্যান্সের কোর্সে এ্যানুয়াল রিপোর্ট ব্যবহার করায়। তো আমার একফ্রেন্ড নীলক্ষেত গেল কিনার জন্য। কিন্তু মজার ব্যাপার হলো সে ব্যাংকের এ্যানুয়াল রিপোর্ট অনেক পেয়েছে বাট ম্যানুফ্যাকচারিং কোম্পানির গুলো পায়নি। পরে সে ডিএসই এর সামনে থেকে কিনে আনছে। আমি অবশ্য বেশী পরিশ্রম না করে নেট থেকে নামিয়ে প্রিন্ট করে নিয়েছে যে যে পেজ গুলো দরকার।
আর যারা শেয়ার বিজনেস করেন তাদের জন্য তো কোন কোম্পানীর শেয়ার কিনার আগে কয়েক বছরের এ্যানুয়াল রিপোর্ট দেখা অবশ্যই প্রয়োজন। যাই হোক আমি শেয়ারের বিজনেস করি না। আর শেয়ারের বিজনেস নিয়ে লেখাটি লিখছি না, আর তাই সরাসরি এ্যানুয়াল রিপোর্ট এর ডাউনলোড লিংক দিচ্ছি।
Annual Reports
Bata Shoe Company (Bangladesh) Ltd
British American Tobacco Bangladesh
[পরবর্তীতে আরো লিংক আপডেট করা হবে]