উবুন্টুতে কনভার্টার ইন্সটল করুন | Install Converter in Ubuntu | Format Junkie
উবুন্টুতে কনভার্টার ব্যবহার করার জন্য অনেক কষ্ট করতে হয়। মাঝে মাঝে মন মত কনভার্টার পাওয়া যায় না। পাওয়া গেলেও সেগুলো ব্যবহার করা ঝামেলাদায়ক এবং বিরক্তিকর। উবুন্টুতে ব্যবহার করা আমার তিন নাম্বার কনভার্টার এটি। বলতে গেলে এটি ব্যবহারের সুফলতার কারনেই এটি কিভাবে ইনস্টল করতে হয় সেটি নিয়ে আজকের এই লেখা।

ধাপ ১: Terminal ওপেন করুন। ( Shortcut: ctrl + alt + t )
ধাপ ২: নিচের কোডগুলো একে একে রান করুন।
sudo add-apt-repository ppa:hakermania/format-junkie sudo apt-get update sudo apt-get install formatjunkie sudo apt-get install ffmpeg sudo apt-get install mencoder
ffmpeg, mencoder আগের থেকে ছিল আমার। আপনার থাকলেও আপনি লাস্টের দুটো কোড দিবেন। আর যদি মনে হয় দিবেন না তাহলে দিয়েন না [দিলে ভালো]। উবুন্টুতে আপনার কোন কিছু আগের থেকে ইনস্টল থাকলে আপনি ইনস্টলের কমান্ড দিলেও সেটি ইনস্টল হবে না। এটি একটি সুবিধা।
এবার প্রোগ্রামটি রান করুন। এজন্য Dash Home এ Format Junkie লিখে প্রোগ্রামটির আইকনে ক্লিক করে রান করুন। ব্যাস।