ভাইরাসের কারনে ফাইল / ফোল্ডার খুঁজে পাচ্ছেন না? হিডেন ফাইল গুলো দেখুন | Show All Hidden Files and Folders
পেনড্রাইভে জায়গা ঠিকি নেই, কিন্তু সাথে ফাইলো নেই? হুম এমনটি ভাইরাসের কারনে হতে পারে। কারন ভাইরাস আপনার ফাইল বা ফোল্ডারটিকে হিডেন সিস্টেম ফাইল বানিয়ে ফেলে এবং আপনার ফাইলের / ফোল্ডারের মত করে ফাইল / ফোল্ডার তৈরী করে। যেটি আসলে একটি এপ্লিকেশন। অনেক সময় আমরা ভুলে সেটি কপি করি আর সেটির সাইজ কয়েকশ কিলোবাইট হয়। পড়ে আমরা ঠিকি বুঝি যে সেইটি আসল ফাইল / ফোল্ডার নয়।
আসলে অনেক ভাইরাস আপনার ফাইল নষ্ট করে না আজ সেধরনের ভাইরাসের হাত থেকে ফাইল বা ফোল্ডার কিভাবে বের করবেন সেটি দেখাবো। আমি অনেককে বলেছি যে তাদের হিডেন ফাইল গুলো শো করাতে বাট তাতেও তারা রেজাল্ট পায় না। কারন হল আমরা Show Hidden Files and Folders চেক করে দিলে শুধু আমাদের হাইড করা বা নরমাল হিডেন ফাইল দেখায়। কিন্তু ভাইরাস সেটিকে সিস্টেম হিডেন ফাইল / ফোল্ডার বানায় তাই এক্সট্রা একটা কাজ করতে হবে আমাদের।
My Computer ওপেন করুন। Organize হতে Folder and Search অপশনে ক্লিক করি।
এবার Folder Option ওয়িন্ডো এর View ট্যাবে ক্লিক করি। সেখান থেকে, Show Hidden Files and Folders রেডিও বাটনটি চেক করে দিন এবং Hide protected operating system files (Recommended) চেকবক্সটি আনচেক করে দিন।
একটি ওয়ার্নিং মেসেজ আসলে Ok তে ক্লিক করে। এবার Folder Option এর Ok বাটনে ক্লিক করি। ব্যাস কাজ শেষ। এখন পেনড্রাইভে গিয়ে দেখুন আপনার হিডেন ফাইল গুলো দেখাচ্ছে।
এই কাজ করার ফলে আপনার হার্ডড়াইভ গুলোতে। দুটি ফোল্ডার দেখতে পারবেন হিডেন System Volume Information এবং Recycler। এই দুইটিতে অনেক সময় ভাইরাস থাকে তো এই দুই ফোল্ডার ডিলিট হবে না। সো ডিলিট করার দরকার নেই। তবে এই দুই ফোল্ডার আপনার পেনড্রাইভে পেতে পারেন। সেক্ষেত্রে পেনড্রাইভ হতে রিমুভ করে দিন।
ধন্যবাদ।
মহা বিপদের হাত থেকে জাতিকে উদ্ধার করলেন।
হুম! আপনিও এবার শুরু করে দেন উদ্ধার। আর আপনার ফ্রেন্ডের কাছ থেকে ফ্রী খাবার আদায় করে নিতে ভুলবেন না। কারন তার জন্যই আপনার ফাইলগুলো যেতে বসেছিলো 😛