সিপ্যানেল হতে ব্যাকআপ নেয়ার পদ্ধতি
যারা সিপ্যানেল ব্যবহার করে থাকেন তারা বিভিন্ন ভাবে ব্যাকআপ নিয়ে থাকেন। কেউ ইউজ করেন এফটিপি, কেউ ম্যানুয়াল ভাবে ব্যাকআপ নিয়ে থাকেন। অনেকে আবার কষ্ট এড়াতে ক্রন জবের মাধ্যমে অটো ব্যাকআপ নিয়ে থাকেন। তবে ক্রন জবের মাধ্যমে ব্যাকআপে কিছুটা সীমাবদ্ধতা আছে (বেশীরভাগ হোস্টিং এ)।
যারা বিভিন্ন সিএমএস ইউজ করেন তারা অটো ব্যাকআপ প্লাগিন ইউজ করে থাকেন অনেকেই। কিন্তু সিএমএস ইউজ যারা করেন না তারা অনেকেই সিপ্যানেল হতে ব্যাকআপ নিয়ে থাকেন। মোট কথা সবচেয়ে ইজিলি ব্যকআপ নেয়া যায় সিপ্যানেল হতে। আসুন দেখে নেই কিভাবে আমরা সিপ্যানেল হতে ব্যাকআপ নিবো।

প্রথমে সিপ্যানেলে লগিন করুন। তারপর Files সেকশানের Backups আইকনে ক্লিক করুন। তারপর উপরের ইমেজের মত একটি পেজ আসবে। সেখান হতে Partial Bakups এ খেয়াল করুন Download a Home Directory Backup ও Download a MySQL Database Backup দুটো অপশন আছে। Home Directory তে ক্লিক করে আপনি আপনার সিপ্যানেলে রাখা সকল ফাইলের ব্যাকআপ ডাউনলোড করতে পারবেন। আর ডাটাবেসের নামে ক্লিক করে আপনি আপনার ডাটাবেসের ব্যাকআপ নিতে পারবেন।
এবার আসুন ব্যাকআপ নিয়ে কিছু বিষয় দেখি। খেয়াল করে দেখুন সবার উপরে আমি মার্কিং করে দিয়েছি ইমেজ এ (1)। সেখানে Download or Generate a Full Website Backup এর আন্ডারে ডাউনলোড বাটন ক্লিক করে আপনি আপনার পুরো সিপ্যানেলের ব্যাকআপ নিতে পারবেন। যেখানে থাকবে হোম ডাইরেক্টরি ও ডাটাবেস। কিন্তু আপনি যখন সাইট রিস্টোর করতে যাবেন তখন?
আমি মার্কিং করে দিয়েছি (3)। খেয়াল করে দেখুন এখানে ব্যাকআপ রিস্টোর করার অপশন আছে। কিন্তু পুরো ওয়েবসাইট এক সাথে আপলোড দেয়ার কোন অপশন নেই। তার মানে আপনি যদি স্ক্রীনশটের (1) নং অপশন ইউজ করে ব্যাকআপ ডাউনলোড করেন তাহলে আপনার সাইট রিস্টোর করতে কিছুটা ঝামেলা পোহাতে হবে। কিন্তু আপনি যদি স্ক্রীনশটের (2) নং অপশন ইউজ করে আপনার সিপ্যানেলের ব্যাকআপ নিয়ে থাকেন তাহলে আপনার সাইট রিস্টোর করতে অনেক সুবিধা হবে। কারন সিপ্যানেলে ডাটাবেস ও হোম ডাইরেক্টরি রিস্টোর করার অপশন রয়েছে যেটি আমি স্ক্রীনশটে (3) নং দিয়ে রেখেছি।
ধন্যবাদ।