ওয়েব মেইলের ইমেইল ফরওয়ার্ড করুন | Forward Webmail’s Email
কাস্টম ইমেইল একাউন্ট কিভাবে খুলতে হয় তা আগে আলোচনা করা হয়েছে। এখন দেখুন কিভাবে আপনার অন্য ইমেইল এড্রেসে, আপনার কাস্টম মেইলে আসা ইমেইল সেখানে অটো ফরওয়ার্ড করবেন।
ধাপ ১: প্রথমে আপনি আপনার ওয়েবমেইলে লগিন করুন। এজন্য আপনার ওয়েবসাইটের এড্রেসের শেষে webmail যুক্ত করে দিন (যেমন: http://computerclubbd.com/webmail)। তারপর ব্রাউজ করুন। তাহলে ওয়েব মেইল লগিন প্যানেল আসবে। সেখানে আপনার ইমেইল এড্রেস আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
আপনি চাইলে পোর্ট ইউস করেও Webmail এক্সেস করতে পারেন। এজন্য 2095 বা 2096 ইউস করুন (যেমন: http://computerclubbd.com:2095)। হোস্ট ভেদে এটি ভিন্ন হতে পারে।

ধাপ ২: Forwarding Option আইকনে ক্লিক করুন।

ধাপ ৩: Add Forwarder বাটনে ক্লিক করুন।

ধাপ ৪: যে ইমেইল এড্রেসে আপনার ইমেইল ফরওয়ার্ড করতে চান সে ইমেইল এড্রেসটি Forward to Email Address এ দিয়ে Add forwarder বাটনে ক্লিক করুন।

ধাপ ৫: ব্যাস হয়ে গেল আপনার ইমেইল ফরওয়ার্ড। এখন আপনি নিচের ইমেজের মত করে কনফার্মেশন মেসেজ পাবেন। সেখানে Go Back বাটনে ক্লিক করুন।

এখন হতে কোন ইমেইল আপনার ওয়েবমেইলে আসলে আপনার ওয়েবমেইল হতে ইমেইলের একটি কপি চলে যাবে আপনার ফরওয়ার্ড করা ইমেইল এড্রেসে।
একাধিক ইমেইল এড্রেসে ইমেইল ফরওয়ার্ড করতে চাইলে আগের মত আবার Forwarding Option আইকনে ক্লিক করুন। তারপরে Add Forwarder বাটনে ক্লিক করুন। আর ডিলিট করতে চাইলে ডিলিট বাটনে ক্লিক করুন।

বুঝতে সমস্যা হলে নিচে কমেন্ট করুন।